অডিও ক্লিপটি সঠিক, তবে ঘটনাটি দু’বছর আগের: ইমন

০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩৪ PM
ইমন মাহী ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

ইমন মাহী ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাত থেকে ভাইরাল হওয়া সেই ক্লিপে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন মুরাদ। মাহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিচ্ছেন প্রতিমন্ত্রী। সেই অডিও ক্লিপটি মুহূর্তের মধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। 

মূলত তথ্য প্রতিমন্ত্রী ও চিত্রনায়ক ইমনের একটি কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন ইমন। তিনি জানান, অডিও ক্লিপটি সঠিক। তবে ঘটনাটা দু’বছর আগের। অপর প্রান্তে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ছিলেন বলেও তিনি জানান।

গণমাধ্যমকে ইমন বলেন, আমি হয়তবা শুটিংয়ে ছিলাম, ব্যস্ততার জন্য তার (প্রতিমন্ত্রী) ফোন ধরতে পারিনি। এ কারণে তিনি সে রাতে ফোন দিয়ে রাগারাগি করেন। ওই সময়ে আমি আর মাহি ‘ব্লাড’ সিনেমা নিয়ে একটা মিটিং করছিলাম পরিচালক সুমন ভাইয়ের সঙ্গে। তখন তিনি (প্রতিমন্ত্রী) আমাদেরকে যেতে বলেন। এখন পরিস্থিতি সামাল তো দিতে হবে। আমরা তো একটি মিটিংয়ে ছিলাম। এজন্য বারবার বলছিলাম, ‘ভাইয়া দুই মিনিট, নামতেছি’।

তিনি আরও বলেন, উনার মতো একজন মন্ত্রীর সঙ্গে তো আমি ভদ্রভাবে ছাড়া খারাপভাবে কথা বলতে পারি না। আমার এখানে কী দোষ? একজন মন্ত্রী যদি ফোন দেয়, আমি কী বলতে পারি? এতো বড় একজন মানুষ, আমি থতমত খেয়ে গেছি।

ইমন জানান, এই ঘটনা ২০২০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের। ওই রাতে মিটিং শেষ করে ইমন ও মাহি নিজ নিজ বাসায় চলে যান। এর কিছু দিন পরই শুরু হয় করোনার প্রকোপ। লকডাউনের কারণে সবার মতো ঘরবন্দি হয়ে যান তারাও।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬