আজও রামপুরা ব্রিজে শিক্ষার্থীরা, সতর্ক পুলিশ

 রামপুরা ব্রিজে শিক্ষার্থীরা
রামপুরা ব্রিজে শিক্ষার্থীরা  © সংগৃহীত

রাজধানীর রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজও শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে একত্রিত হন। এসময় রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও সড়ক বিভাজকসহ ব্রিজের আশপাশে অনেক পুলিশ অবস্থান দেখা যায়।

কিছুক্ষণ অবস্থানের পর সোয়া ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘নিরাপদ সড়ক চাই’ ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীর।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। কিন্তু ভয় দেখিয়ে, সমালোচনা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

পরে সোমবার (৬ ডিসেম্বর) রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়কে নিহত সকলের উদ্দেশ্যে শোক প্রকাশ করতে ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে ডিএমপির মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন জানান, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। যদি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মত কোনো কাজ তারা করে, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ