একটি দল রামপুরার শিক্ষার্থীদের উসকে দিচ্ছে: কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  © ফাইল ছবি

রাজধানীর রামপুরায় আন্দোলন করতে থাকা শিক্ষার্থীদের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ আয়োজিত এক রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কদের বলেন, রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের উসকানি দেয়া হয়। সেটার প্রমাণ আমাদের কাছে আছে। এর ভিডিও ফুটেজ আছে। এটা একটা রাজনৈতিক দলের মহানগরের মহিলা নেত্রী রামপুরায় রাস্তায় নেমে ছাত্র-ছাত্রীদের উসকানি দিচ্ছেন, স্কুলের ড্রেস পরে।

পড়ুন: রামপুরায় শিক্ষার্থীদের লাল কার্ড, প্রতীকী লাশের মিছিল কাল

তিনি বলেন, তারপরও এই আন্দোলনটা একটা বিশেষ এলাকায় সীমাবদ্ধ রয়েছে। এটা রামপুরা এলাকাতেই শুধু হচ্ছে। ছাত্র-ছাত্রীরা যখন আন্দোলন শেষে লেখাপড়ায় মনোনিবেশ করছে, তখনই রাজনৈতিক উসকানি দিচ্ছে একটি মহল।

সড়ক নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে কাদের বলেন, বিভিন্নভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরাও কাজ চালিয়ে যাচ্ছি। সড়ক পরিবহন আইন করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কে যাতে শৃঙ্খলা ফিরে আসে তার জন্য মহাসড়ক বিল সংসদে এরই মধ্যে পাস হয়েছে।


সর্বশেষ সংবাদ