রায় যেন দ্রুত হয়, আবরারের বাবার দাবি

২৮ নভেম্বর ২০২১, ০১:২৬ PM
আদালত প্রাঙ্গনে আবরারের বাবা

আদালত প্রাঙ্গনে আবরারের বাবা © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার দিন পেছানো হয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় এই আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামিদের হাজির করার পর এ আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।

রায় পেছানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আশা করেছিলাম আজকে রায় হবে। সেজন্য পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আদালতে এসেছি। কিন্তু রায় পেছাল। এ বিষয়ে কিছুই বলার নাই। তবে আশা করব রায়টি যেন দ্রুত হয়।’

এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। ২৪ অক্টোবর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনে পলাতক তিন আসামিসহ ২৫ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এসময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

গত ৮ সেপ্টেম্বর আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ পুনরায় অভিযোগ গঠন শুনানির জন্য আবেদন করে। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেন।

আর্থিক সহযোগিতা চাইলেন আমজনতার তারেক
  • ০৮ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিমান কেনা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের কী আলোচনা হয়েছে?
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
  • ০৮ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে জকসু: ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়রথ থামল না
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয…
  • ০৮ জানুয়ারি ২০২৬
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
  • ০৮ জানুয়ারি ২০২৬