গুচ্ছের ভর্তি পরীক্ষা বসা হলো না কনার, কেন্দ্রে পৌঁছার আগেই লাশ হলো

০১ নভেম্বর ২০২১, ০১:৩১ PM

© সংগৃহীত

গাজীপুরে বাস উল্টে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নিহত ওই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান কনা (২০)। তিনি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কনা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। এ ঘটনায় অপর নিহতের ঠিকানা এখনও পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের বাসটি বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিলো। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি সামনের অপর একটি বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করার চেষ্টা করে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত পথচারী নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ সারাদেশের ২২টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘন্টার এই পরীক্ষায় হিসাববিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫, বাংলায় ১৩, ইংরেজিতে ১২ ও আইসিটিতে ২৫ নম্বর ছিল। তবে পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬