প্রেমিকার মৃত্যুতে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা!

১৮ অক্টোবর ২০২১, ০৯:১২ AM
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকা নাহিদা খাতুন (১৮) আত্মহত্যা করে। খবর শুনে প্রেমিকার মরদেহ দেখে প্রেমিক জাকারিয়া হাসপাতালের চতুর্থতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে। দুই হাঁটু ভেঙ্গে হাসপাতালে ভর্তি আছেন প্রেমিক জাকারিয়া হাসান (২০)।

রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এঘটনা ঘটে।

জাকারিয়া হাসান কুষ্টিয়া জেলা সদরের দহকুলা গ্রামের রুহুল আমিনের ছেলে। আর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যাওয়া প্রেমিকা নাহিদা খাতুন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে এবং বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে তাদের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সস্পর্ক তৈরি হয়। প্রেমিক জাকারিয়া হাসান (২০) রবিবার কুষ্টিয়া থেকে বগুড়ায় এসে প্রেমিকার সাথে দেখা করে। এক পর্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। নাহিদা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করার কারণে শহরের বৃন্দাবন পাড়ায় সানজিদা ছাত্রী নিবাসে বসবাস করে। ছাত্রী নিবাসে ফিরে নাহিদা মনের ক্ষোভে বিষাক্ত গ্যাস ট্যাবলেব সেবন করে। অসুস্থ হয়ে পড়লে বান্ধবীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রেমিক জাকারিয়াকেও খবর দেয় তার বান্ধবীরা। খবর পেয়ে জাকারিয়া ছুটে যায় হাসপাতালে। নাহিদার পরিবারের সদস্যরাও সন্ধ্যার মধ্যেই হাসপাতালে আসেন।

সূত্র থেকে আরও জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যায় নাহিদা। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের চতুর্থতলা থেকে লাফিয়ে নীচে পড়েন জাকারিয়া। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। তার দুই পায়ের হাঁটু ভেঙ্গে যাওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রেমিক-প্রেমিকা ঝগড়া করে একজন আত্মহত্যা করেছে। আরেকজন আত্মহত্যার উদ্দ্যেশ্যে ৪তলা থেকে লাফিয়ে নীচে পড়লেও প্রাণে বেঁচে গেছে। নাহিদার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬