নামের আগে ডাক্তার লিখতে হোমিওপ্যাথি-ইউনানি ডিগ্রিধারীদের আপিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৬ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৬ AM
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডা. (ডাক্তার) লিখতে পারবে না- আদালতের এমন রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ইউনানি-আয়ুবের্দিক ডক্টরস অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।
আদালতে ইউনানি-আয়ুবের্দিক ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহযোগিতা করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর হোমিওপ্যাথিক বোর্ডের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী।
এর আগে গত ১৪ আগস্ট হোমিওপ্যাথি ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে লিখিত রায় দেন হাইকোর্ট। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন উচ্চ আদালত।