অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)  © লোগো

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে  নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় সাইট বন্ধের প্রক্রিয়া শুরু করেও স্থগিত করা হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তো হাইকোর্টের রায় রয়েছে। এগুলো আমাদের ফলোআপ করতে হবে। সেই রায় অনুপাতে আমরা তালিকা তৈরি করে যেগুলো নিবন্ধনহীন সেগুলো বন্ধ করছি।

উচ্চ আদালত নির্দেশ দেয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই অনলাইন নিউজপোর্টালগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না। পরে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশ যেহেতু পেয়েছি সিদ্ধান্ত নিতেই হবে। এর প্রেক্ষিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার কাজ শুরু করেছে বিটিআরসি। এটা আরও আগেই করা উচিত ছিল, তবে আমরা আজ থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করা হয়েছে।’

কতগুলো সাইট বন্ধ হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কিছু সাইট বন্ধ হয়েছে। এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যাটা বলা যাচ্ছে না।’ 

তবে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেয়া হয়েছিল। বিষয়টি জানালে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, ‘সেগুলো খুলে দেয়া হয়েছে। হয়তবা ভুলবশত বন্ধ করে ফেলেছে।’

গত ১৪ সেপ্টেম্বর এক আদেশে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। 

এখন পর্যন্ত তিন দফায় বিভিন্ন পত্রিকার ডিজিটাল ভার্সনসহ ১৭৭টি অনলাইন পত্রিকা বা সংবাদ ওয়েবসাইটের অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এগুলোর মধ্যে ৯২টি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার অনলাইন ভার্সন বা ওয়েবসাইট। বাকি ৮৫টি শুধু অনলাইন পত্রিকা (অর্থাৎ এগুলোর কোনো প্রিন্ট ভার্সন নেই)। 

২০২০ সালের জুলাইয়ে প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় সরকার। একই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় প্রিন্ট পত্রিকার ৯২টি নিউজ ওয়েবসাইটকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়। ২০২০ সালের নভেম্বরে তৃতীয় দফায় আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন অনুমোদন দেয়া হয়। ২০১৫ সাল থেকে অনলাইন সংবাদমাধ্যমকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ শুরু করে তথ্য মন্ত্রণালয়।  নিবন্ধনের জন্য মন্ত্রণালয়ে ছয় হাজারের বেশি আবেদন জমা পড়ে। আবেদনের বাইরেও রয়েছে বহু পোর্টাল।

নিবন্ধিত ৮৫টি অনলাইন পোর্টালের মধ্যে দ্যা ডেইলি ক্যাম্পাসও (thedailycampus.com) রয়েছে। অন্য নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে- বাংলা ট্রিবিউন, সংবাদ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম, ঢাকা পোস্ট ডটকম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, ইউনাইটেড নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপি-বিডি ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ সেভেনটি ওয়ান নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা সেভেনটি ওয়ান ডটকম।

আরও আছে দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম, নিউজ জার্নাল টোয়েন্টিফোর ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, ওমেনআই টোয়েন্টিফোর ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সিনিউজ ভয়েসডটকম, এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আওয়ার নিউজটোয়েন্টিফোর ডটকম, বিডিলাইভ টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ টোয়েন্টিফোর অনলাইন ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ টোয়েন্টিফোর বিডি ডটকম, শেয়ার নিউজ টোয়েন্টিফোর ডটকম, জাগোনিউজ ডটকম।

বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, বিডি মর্নিং ডটকম, বিবার্তা টোয়েন্টিফোর ডটনেট এবং জুম বাংলা ডটকম। নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, বাংলা ইনসাইডার ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, সারাবাংলা ডটনেট, একুশে পত্রিকা ডটকম, আনন্দপত্র ডট ইনফো, ডেইলি বাংলাদেশ ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টিফোর ডটকম, পিপিবিডি ডট নিউজ, ঢাকা জার্নাল ডটকম, বার্তা টোয়েন্টিফোর ডটকম ও বিডি জার্নাল ডটকম।

তালিকায় আছে ভি নিউজ বিডিকম, বাংলাদেশ গ্লোবাল ডটকম, এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ বুলেটিন ডটকম, পানকৌড়ি নিউজ ডটকম, বাংলার খবর টোয়েন্টিফোর ডটকম, রেডটাইমস ডটকম ডটবিডি, ভাওয়াল নিউজ টোয়েন্টিফোর ডটকম ও নিউজ ফ্লাস টোয়েন্টিফোর বিডি ডটকম।

এছাড়াও রয়েছে- এনার্জিবাংলা ডটকম, নিউজটোয়েন্টিফোর বিডি ডটনেট, নিউজ জি টোয়েন্টি ফোর ডটকম, একুশে সংবাদ ডটকম, এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকম, লালসবুজের কথা ডটকম, হাওর বার্তা টোয়েন্টিফোর ডটকম, সুখবর ডটকম, মাগুরা প্রতিদিন ডটকম, বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম, আমার হেলথ ডটকম, আই নিউজ ডটকম, জয় নিউজ বিডি ডটকম, ও এমপি নিউজ ডটকম ডটবিডি।

আরও নিবন্ধন পেয়েছে সবুজ বাংলাদেশ ডটকম, ডেইলি লোকালয় ডটকম, ই বার্তা টু ফোর সেভেন ডটকম, ডিজিটাল খবর ডটকম, সিএনআই বিডি ডটনেট, নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম, শুভ প্রতিদিন ডটকম, চট্টগ্রাম নিউজ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, নিউজ গার্ডেন বিডি ডটকম, নিউ টার্ন টোয়েন্টিফোর ডটকম ও বাংলাফিফটিটু নিউজ ডটকম। 


সর্বশেষ সংবাদ