হাসপাতালে পরীমনি

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০ PM
পরীমনি

পরীমনি © ফাইল ফটো

কাজে ফেরার দুই দিন পর অসুস্থতার কারণে হাসপাতালে যেতে হলো আলোচিত নায়িকা পরীমানকে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে যান বলে নিজেই নিশ্চিত করেছেন পরীমনি।

এর আগে কারাগার থেকে মুক্ত হওয়ার পর পরীমনির আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সুস্থতার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পরীমনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন।  ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে।  তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।

‘মা, টাকা দিই নাই এজন্য এসআই ফারুক রিমান্ডে চাইছে’
  • ০৫ জানুয়ারি ২০২৬
আকিজ বেকারস নিয়োগ দেবে রিজিওনাল ম্যানেজার, আবেদন স্নাতক পাস…
  • ০৫ জানুয়ারি ২০২৬
হারের ‘হালি পূরণ’ নোয়াখালীর, জয়ে ফিরল সিলেট
  • ০৫ জানুয়ারি ২০২৬
২০২৪ সালের ডিসেম্বরে নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি…
  • ০৫ জানুয়ারি ২০২৬
২০২৫-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোচিত ১৫ ঘটনা
  • ০৫ জানুয়ারি ২০২৬
মোদিকে ভালো মানুষ আখ্যা দিয়ে ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমক…
  • ০৫ জানুয়ারি ২০২৬