স্কুল-কলেজ কবে খুলছে জানা যেতে পারে আজ

০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯ AM
১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান © ফাইল ফটো

আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে, স্কুল-কলেজ দ্রুত খুলতে আজ বুধবার (১ সেপ্টেম্বর) যৌথ সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটির মতামত নিয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, সম্প্রতি এক বৈঠকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে খোলার প্রাথমিক সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদফতর ও বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি, করোনা মোকাবিলায় সরকার গঠিত জাতীয় পরামর্শক কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দফতর প্রধান উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৬ আগস্ট করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হলেও স্কুল-কলেজ খোলার ব্যাপারে পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। 

এদিকে দ্রুত প্রাথমিক বিদ্যালয় খোলার ইঙ্গিত পাওয়া গেছে। এ জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান দেওয়ার জন্য সব রকমের পূর্ব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আজকে বৈঠকে যেসব সিদ্ধান্ত আসতে পারে

সংক্রমণের হার কত শতাংশ হলে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং ১২ বছরের নিচের শিক্ষার্থীদের মাস্ক না ফেসশিল্ড পরবে- এই দুটি বিষয় চূড়ান্ত হবে আজকের সভায়।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, গত বৈঠকে এ প্রস্তাব আমাদের কাছে লিখিতভাবে জানানো জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়। তখন শিক্ষামন্ত্রী বলেন, আগামী রবি অথবা সোমবারের মধ্যে আমরা লিখিতভাবে জানাবো। ১২ বছর পর্যন্ত শিক্ষার্থীদের ফেসশিল্ডের পরিবর্তে মাস্ক ব্যবহার করা যায় কি না এসব বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত নেব।

নিয়মিত ব্যবহার্য জিনিসকে অস্ত্র হিসেবে দেখিয়েছে কিছু মিডিয়া…
  • ২৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, পদ ৮, আবেদন শ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ
  • ২৬ জানুয়ারি ২০২৬
ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া এবার কমছে …
  • ২৬ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬