‘সবকিছু চললে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলতে হবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৮:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২১, ০৮:১৫ PM
দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় জাতি মেধাশূন্য হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি সবকিছু চলতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলতে হবে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে শিক্ষকের দাবির সঙ্গে একমত পোষণ করে আব্দুস শহীদ বলেন, শিক্ষকদের দাবিগুলো পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করুন। এক্ষেত্রে শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায় করা সম্ভব।
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবী ছাত্র ও শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে আব্দুস শহীদ বলেন, শিক্ষাকে জাতীয়করণের পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। শিক্ষাব্যবস্থাকে আরও সহজ করতে হবে। মানসম্মত শিক্ষাব্যবস্থা আপনাদেরই নিশ্চিত করতে হবে।