অ্যাসাইনমেন্টের বদলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। রবিবার (২২ আগস্ট) গাইবান্ধা শহরের ডিবি রোডে এই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তারা বিশেষ ব্যবস্থায় সব শিক্ষার্থীকে করোনাভাইরাস টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনাকালের বেতন-ফি মওকুফেরও দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, ছাত্র ইউনিয়নের নেত্রী সুমি আক্তার, নেতা জাকির হোসেন, ছাত্রফ্রন্ট নেত্রী মাসুদা আক্তার, উম্মে নিলুফা তিন্নি, কলি রাণী প্রমুখ।
করোনাভাইরাস সংক্রমণ মহামারীর কারণে দেশের কয়েকটি পাবলিক পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। তার বদলে আগের পরীক্ষার মূল্যায়ন করে ফলাফল দেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয় কি না হয় তার দোলাচলে রয়েছেন সংশ্লিষ্টরা, যদিও ইতোমধ্যে পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সরকার।
করোনার লকডাউনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস না হলেও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।