আল্লাহ চেয়েছেন বলেই সে‌দিন জননেত্রী বেঁচে গি‌য়ে‌ছি‌লেন: শিক্ষামন্ত্রী

২২ আগস্ট ২০২১, ১২:৩০ AM

© সংগৃহীত

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি বলেছেন, ২১ আগস্ট ঘাতকদের টা‌র্গেট ছিল বঙ্গবন্ধুকন‌্যাসহ আওয়ামী লীগ নেতাদের হত‌্যা করা। রা‌খেন আল্লাহ মারে কে? আল্লাহ চেয়েছেন বলেই ২১ আগস্ট জননেত্রী সে‌দিন বেঁচে গি‌য়ে‌ছি‌লেন। সে‌দিনের গ্রেনেড হামলাটি রাষ্ট্রীয় মদদে করা হয়েছিল।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এম‌পির স্থানীয় বাসভবনে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও শহীদ‌দের স্মর‌ণে চাঁদপুর জেলা ম‌হিলা আওয়ামী লীগ ও যুব ম‌হিলা লী‌গের যৌথ আ‌য়োজ‌নে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০৪ সা‌লের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস-জঙ্গিবাদবি‌রোধী সমা‌বে‌শে বঙ্গবন্ধুকন‌্যা শেখ হা‌সিনার বক্ত‌ব্য শে‌ষ হলেই গ্রেনেড হামলা শুরু হয়। সে‌দিন এই হামলায় এক নারকীয় দৃ‌শ্যের অবতারণা হয়।

তিনি আরও বলেন, ঘাতকরা যখন দেখ‌ল গ্রেনেড হামলায় নেত্রী নিহত হন‌নি, তখন মুহুর্মুহু গু‌লিবর্ষণ কর‌তে থা‌কে। তখন তার দেহরক্ষী মাহবুব নিহত হন।

চাঁদপুর জেলা ম‌হিলা আওয়ামী লীগের সভা‌নেত্রী অধ‌্যা‌পক মাসুদা নূ‌র খানের সভাপ‌তি‌ত্বে ও যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ফ‌রিদা ইলিয়াসের প‌রিচালনায় বক্তব‌্য দেন জেলা আওয়ামী লীগের সি‌নিয়র সহসভাপ‌তি ইউসুফ গাজী, স‌াংঠনিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, সহদফতর সম্পাদক অ‌্যাড‌ভোকেট রন‌জিত রায় চৌধুরী, জেলা যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মা‌ঝি।

মাভাবিপ্রবি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, পদ ৮, আবেদন শ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ
  • ২৬ জানুয়ারি ২০২৬
ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া এবার কমছে …
  • ২৬ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
পেট ভরার জন্য নয়, মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬