২৪ ঘণ্টায় আরও ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে © ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ১৮৮ জন রাজধানীর এবং ২৫ জন বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯০৭ জনে। ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৪১ জন ও ঢাকার বাইরে ৬৬ জন চিকিৎসাধীন।
তথ্যানুযায়ী- ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫০ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৮ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ২৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতিত) ১৮ জন, ময়মনসিংহ তিনজন, চট্টগ্রাম দুইজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন ভর্তি হন।