‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপন আর চলবে না

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ সংলাপের আলোচিত সেই বিজ্ঞাপনের দৃশ্য
‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ সংলাপের আলোচিত সেই বিজ্ঞাপনের দৃশ্য  © সংগৃহীত

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ এমন সংলাপের আলোচিত সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ জুন) এ নির্দেশনা দিয়ে তথ্য অধিদপ্তর চিঠি পাঠিয়েছে সংবাদমাধ্যমে। ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ এমন সংলাপের বিজ্ঞপনিটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ৩১ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে- টেলিভিশন বিজ্ঞাপনে সংলাপে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত প্রভৃতি চিহ্নিত হওয়ায় এ বিজ্ঞাপন প্রচার বন্ধে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।’ এ সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞাপনটির প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, একজন একটি অফিসে ভাতিজার চাকরির খোঁজ নিতে যান। সেখানে এক নারী কর্মকর্তার টেবিলে ফাইল রেখে জানতে চান- ‘দ্যাহেন ভাতিজার চাকরির কদ্দুর।’

জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘সিলেকশন লিস্ট তো কনফিডেন্সিয়াল।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘আপা, দেখেন না?’ এরপর ওই কর্মকর্তা বলেন, ‘দুঃখিত স্যার জানাতে পারছি না।’ তখন ওই ব্যক্তি রেগে গিয়ে বলেন, ‘কী কইলেন? ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভারনাইট বান্দরবানে পাঠাইয়া দিমু।’

এরপর চা খেয়ে চাঙ্গা হয়ে নারী কর্মকর্তা তার সহকর্মীকে বলেন, ‘আপনি না বান্দরবান যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দিতে পারবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence