সড়কে বড় বড় গর্ত, বৃষ্টি হলে হয়ে উঠে বিপজ্জনক

০৮ জুন ২০২১, ০৩:৫৮ PM
চলতি বর্ষা মওসুমের শুরুতে আরও বেড়েছে দুর্ভোগ

চলতি বর্ষা মওসুমের শুরুতে আরও বেড়েছে দুর্ভোগ © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের শাহপীর সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটিতে একটু পরপর বড় বড় গর্ত। এই সড়কে প্রতিনিয়ত যানবাহন আটকে যাচ্ছে। কখনও কখনও উল্টে পড়ছে। চলতি বর্ষা মওসুমের শুরুতে আরও বেড়েছে দুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, এই সড়কের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রধান গেইট ও খাদ্য গুদামের সামনে বড় বড় গর্ত এখন পুকুরে রূপ নিয়েছে। বৃষ্টি হলে বিপজ্জনক হয়ে উঠে সড়কটি। কোথায় গর্ত, কোথায় কাঁদা কোনোটাই বোঝা যায় না। কোন কোন গর্ত এক হাঁটুরও বেশি গভীর।

এক কিলোমিটার সড়কটিতে ১০/১২ টির উপরে বড় বড় গর্ত রয়েছে। যানবাহনের পাশ দিয়ে চলতে গিয়ে সড়কের গর্তের পানি ছিটকে গিয়ে কাপড় নষ্ট হচ্ছে। অন্যদিকে রাস্তা খারাপ হওয়ায় অতিরিক্ত ভাড়া দিলেও অনেক সময় গাড়ি যেতে চায় না।

এলাকাবাসী জানান, এই সড়কটি উপজেলা পরিষদ, থানা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রসার যাতায়াতের রাস্তা। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবস্থা বেহাল। অতি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুছফা চৌধুরী জানান, সড়কটির টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। শিগগির কাজ শুরু হবে।

লোহাগাড়া উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর জানান, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। সড়কটির দ্রুত কাজ করার জন্য এমপি মহোদয় আমাদের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ঠিকাদারের সাথে কথাও হয়েছে। শিগগির কাজ শুরু করা হবে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬