বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়কে ১৫% ভ্যাট দিতে হবে

০৩ জুন ২০২১, ০৩:৪৮ PM
ভ্যাট বিরোধী আন্দোলনের মুহূর্ত

ভ্যাট বিরোধী আন্দোলনের মুহূর্ত © ফাইল ফটো

দেশের বেসরকারি সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট আরপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করেন তিনি।

এর আগে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপ করা হয়েছিল। তবে সে সময় আদালতের নির্দেশনা না পাওয়ায় সেটি আদায় করা সম্ভব হয়নি।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তাদের মোট আয়ের ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। আমি মহান এই সংসদে করহার ১৫ শতাংশ করার প্রস্তাব কপ্রছি।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভ্যাট আদায় করতে চেয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সে সময় সরে এসেছিল তারা।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬