‘ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে’

২৩ মে ২০২১, ০৮:৪৯ PM
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় © ফাইল ফটো

ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং যতদিন পর্যন্ত সেখানে দুই রাষ্ট্র নীতি বাস্তবায়ন না হচ্ছে, এই নীতি অব্যাহত থাকবে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি তুলে নেয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। পাসপোর্ট থেকে শব্দ দুটি তুলে নেয়া হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মান রক্ষার জন্য এবং এর মানে এই নয় যে, বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দ দুটি তুলে দেয়ায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে তেল আবিব। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো উদ্যোগ এখনও নেয়া হয়নি।

এক টুইটবার্তায় রোববার রাতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন বাংলাদেশের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তিনি ওই টুইটে বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এতদিন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া সব দেশে প্রযোজ্য)। নতুন ই-পাসপোর্টে এটি সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্যা ওয়ার্ল্ড।’

বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসরায়েল স্বীকৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছিল তৎকালীন সরকার।

ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬