বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন, আঘাত হানতে পারে খুলনা চট্টগ্রামে

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সুপার সাইক্লোন যশ
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সুপার সাইক্লোন যশ  © ইন্টারনেট

মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহে বঙ্গোপসাগর উত্তপ্ত হয়ে উঠছে। ফলে চলতি সপ্তাহের শেষে লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপ থেকেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড়। পূর্ণ শক্তি নিয়ে ঝড়টি ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। সুপার সাইক্লোনটির নামকরণ হবে ‘যশ’। গতিমুখ থাকবে সুন্দরবন ও চট্টগ্রাম এলাকার দিকে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বঙ্গোপসাগরে এখন শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। ভয়ঙ্কর রূপ নিয়ে এটি আছড়ে পড়তে পারে। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধিতে খেয়াল রাখছেন তারা।

ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, এক সঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর একটি বঙ্গোপসাগরে। আরেকটি আরব সাগরে । আগামী ২৩ থেকে ২৫ শে মে-র মধ্যেবঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। সুপার সাইক্লোনটির নাম হবে ‘যশ’।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, আবর সাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ভারতের গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে আছে। আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, পাঁচদিন পরে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, চলমান তাপপ্রবাহ চলতি সপ্তাহ অব্যাহত থাকবে। বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ২৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মাসের শেষে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence