করোনায় আরও ৩১ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২১, ০৩:৩৬ PM , আপডেট: ১৩ মে ২০২১, ০৪:০৮ PM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৬ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৯০ জন।
বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৪০ জন। আর সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ভারতেই মারা গেছেন ৪ হাজার ১২০ জন। ভারতে এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন।