চীনা উপহারের ভ্যাকসিন নিয়ে ঢাকায় বিমান বাহিনীর উড়োজাহাজ

ঢাকায় পৌঁছেছে চীনা উপহারের করোনা ভ্যাকসিন
ঢাকায় পৌঁছেছে চীনা উপহারের করোনা ভ্যাকসিন  © সংগৃহীত

চীনের কাছ থেকে উপহার পাওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার (১২ মে) ভোরে সিনোফার্মের দেয়া ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ নিয়ে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহ উজ্জামান সেরনিয়াবাতসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপহার গ্রহণ করে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করবেন।

ইপিআই পরিচালক ডা. শামসুল হক জানান, সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন তেঁজগাওয়ের ইপিআই স্টোরে রাখা হবে।

গত ৭ মে চীনের রাষ্ট্রীয় ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



এরআগে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়।


সর্বশেষ সংবাদ