দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সপ্তম বাংলাদেশি জামিল

২৬ এপ্রিল ২০২১, ০৮:৫৭ AM
বাংলাদেশি হাফেজ জামিল আহমদ

বাংলাদেশি হাফেজ জামিল আহমদ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৪তম আসরে সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ। এর মাধ্যমে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশি হাফেজরা।  

এবারের আসরে প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজাম্মেল আহমদ।

শনিবার রাতে দুবাইয়ে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দুবাইয়ের ধর্ম প্রতিমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ জন প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। প্রতি বছর বিশ্বের ৯০টি দেশের হাফেজরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও এবার ছিল সীমাবদ্ধতা।

করোনার প্রভাবে প্রতিযোগীরা প্রথমে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে বাছাই পর্বে অংশ নেন। বাছাইকৃতরা পরে মূল পর্বে সুযোগ পান। এবারের আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ।

এর আগে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন আসরে বাংলাদেশি প্রতিযোগীদের মধ্য সেরা দশে ছিলেন- হাফেজ নাজমুল সাকিব, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবদুল্লাহ তাজুল ইসলাম ও হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬