স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন

২৫ এপ্রিল ২০২১, ১২:৩৩ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ এপ্রিল) তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।’

আরো পড়ুন দোকান-শপিংমল খুলছে আজ

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর তা বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা হয়। ​সেখানে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও একই ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকান ও শপিংমল খুলে দেওয়া হয়েছে।শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়ার হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ৪ হাজারের বেশি উত্তরপত্র বাতিলের নেপথ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রকাশের জেরে পাহাড়ে নিয়ে সাংবাদিককে পেটানোর হুমকি চব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, কর্মস্থল গাজী…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬