‘লেখক-সাংবাদিক-কবিদের ওপর নিষ্ঠুর জুলুম চলছে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০৫:৫৭ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ০৫:৫৭ PM
লেখক, সাংবাদিক ও কবিদের ওপর সরকার নিষ্ঠুর জুলুম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অনৈতিক সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, দমন-নিপীড়ণ, গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপ এবং ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অনৈতিকতা, অনিয়ম, বেপরোয়া আচরণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, কবি, কার্টুনিস্ট, মানবাধিকার ও রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার ও তাদের ওপর ধারাবাহিক নিষ্ঠুর জুলুম চলছে।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার খর্বের পর এখন এই কালো আইন ব্যবহার করা হচ্ছে, যাতে মানুষ নিজেদের কষ্ট ও ক্ষোভ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্ত করতে না পারে।
ফখরুল বলেন, যারা স্বাধীনভাবে গণমাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করছে, কিংবা বিরোধী দলীয় নেতাকর্মী— যারা সরকারবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে, তাদের জীবনে ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্ঠুর কালাকানুনের ধারা নেমে আসছে।
বিবৃতিতে খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, এনটিভির ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সীকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানান বিএনপির মহাসচিব। এছাড়া, তিনি বিবৃতিতে দলের গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেন।