তিন মাসে ১৫৫ শিশু ধর্ষণের শিকার, খুন হয়েছে ১৪৪ জন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০২১ সালের প্রথম তিন মাসে দেশে ১৫৫ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ১৪৪ জন শিশুকে হত্যা করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ২২ জন নারী যৌন সহিংসতা, ৮ জন নারী এসিড আক্রমণের শিকার, ১০৭ জন পারিবারিক সহিংসতার শিকার ও ৩৫ জন নারী যৌতুক না দিতে পেরে সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে ৫ গৃহকর্মী মারা গেছে।

আসকের এই প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে সংখ্যালঘুদের ৯৪ টি ঘর আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে ৩৪ টি উপাসনালয়। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৪ জন, কারাগারে ১৪ জন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন।


সর্বশেষ সংবাদ