করোনা: নতুন বিধি-নিষেধ আসছে রোববার

ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন  © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী রবিবার (১১ এপ্রিল) নতুন বিধি নিষেধ আসছে। সরকার অনেকটা পরিকল্পনা করে এই বিধি নিষেধ আরোপ করবে। কিছু ভিন্ন পরিকল্পনা নিয়েই কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ভাবতে বলেছেন। তার নির্দেশনায় সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। রবিবার এই বষিয়ে বিস্তারিত জানা যাবে। আমারা ইতোমধ্যেই ভিন্ন কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।

সাত দিনের লকডাউন ঘোষণা করা হলেও দোকা-পাট খুলে দেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, দোকান-পাট খুলে দিতে ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল। তাদের সেই আন্দোলনে একটি মহল ফায়দা নেয়ার চেষ্টা করছিল। তাই দোকান না খুলে উপায় ছিল না। তবে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেই দোকা খুলতে হবে।


সর্বশেষ সংবাদ