মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভে গ্রেফতারকৃত ৩১ জনের রিমান্ড আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৩:০৫ PM , আপডেট: ২৬ মার্চ ২০২১, ০৩:০৫ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে মতিঝিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩১ জনকে ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করেন। মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আজিজ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মতিঝিল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
রিমান্ডের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াছিম আরার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন ( জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টায় মামলা রুজু সম্পন্ন হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় প্রায় ৫০ জনকে আসামি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ইতোমধ্যে ৩৪ জন গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরের দিকে যান। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভ মিছিল থেকে সৃষ্ট ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হন।