আলজাজিরার বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী

একে আবদুল মোমেন
একে আবদুল মোমেন  © ফাইল ফটো

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আবদুল মোমেন বলেন, ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা মিথ্যা তথ্য। প্রতিবেদনের মিথ্যা তথ্য আমরা তুলে ধরবো। আমরা মামলা করার প্রস্ততি নিচ্ছি।

তিনি বলেন, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতাকর্মী। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।

‘কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।’


সর্বশেষ সংবাদ