হিমছড়ি পাহাড়ে আটকা ৪ শিক্ষার্থীকে উদ্ধার করল বিমান বাহিনী

১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ PM

© সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে বেড়াতে গিয়ে দিক হারিয়ে আটকা পড়া ৪ চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনী। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। শনিবার শেষ বিকেলে ঘটেছে এমন ঘটনা।

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে আসেন। হিমছড়ির দরিয়ানগর পাহাড়ি এলাকায় যাওয়ার পর তারা কোথায়, কোন অবস্থানে আছে তা নির্ধারণ করতে পারছিলেন না। এক পর্যায়ে তারা পাহাড়ি এলাকায় আটকে পড়েন। অবশেষে কল দেন ৯৯৯ এ (জাতীয় হেল্প লাইন)। হেল্প লাইনে ঘটনা জানার পর পুলিশ শিক্ষার্থীদের উদ্ধারে বিমান বাহিনীকে অবহিত করেন।

পাহাড় থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুল হক জানান, অ্যাডভেঞ্চারে যাওয়া যুবকদ্বয় হিমছড়ির কয়েকটি পাহাড় ঘুরে সমতলে নামার পথ খুঁজে না পেয়ে আটকা পড়ে যান। তারা নির্জন পাহাড়ে ভয়ভীতির মুখে পড়ে এক পর্যায়ে ৯৯৯ নম্বরে মোবাইল করে সাহায্য প্রার্থনা করেন।

‘ছাত্রদলের রাকিব কিংবা ঢাবির সভাপতি-সেক্রেটারিকে যত মানুষ চ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শামা ওবায়েদের সাড়ে ৪ কোটি টাকার সম্পত্তি, ছেড়েছেন যুক্তরাষ্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
জামাইয়ের গাড়ির চাপায় প্রাণ গেল শ্বশুরের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে এনবিআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকায় ৭ বছরের রেকর্ড ভাঙতে পারে শীতের তীব্রতা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!