গানে ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম তৈরি করব: হিরো আলম

২৭ নভেম্বর ২০২০, ০৬:২৬ PM
হিরো আলমের গান রেকর্ডের মুহূর্ত

হিরো আলমের গান রেকর্ডের মুহূর্ত © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যরেম সব সময় নানা বিষয় নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এতদিন অভিনয় নিয়ে আলোচনায় আসলেও এবার গান গেয়ে খবরের শিরোনাম হলেন। সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে গান গান আলোচিত এই অভিনেদা। আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

সমালোচনা হলেও নিজের গান নিয়ে বেশ আশাবাদী হিরো আলম। আর সেজন্য অ্যালবাম প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন গান নিয়ে আমি প্রচুর সাড়া পেয়েছি। মানুষজন আমাকে ফোন করেও বলেছে। আমি চেষ্টা করেছি শিল্পী হওয়ার, আমার মনে হয় আমি হতে পারবো। অন্তত মানুষজন আমাকে তাই বলছে। সামনে আমার আরো গান আসবে। আর এই গানের মিউজিক ভিডিও করবো। সামনে আমার যেসব গান আসবে সেসবের মিউজিক ভিডিওতে আমিই থাকবো। আর একটা অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, গান নিয়েও সমালোচনা হচ্ছে তারপরেও বলছেন আপনি আরো গান করবেন? হ্যাঁ অবশ্যই করবো। আমি আগেও বলেছি একটা শ্রেণী আমার ভালো চায় না। এরা আমার সমালোচনা করছে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি আমার মতো চলবে। সামনে যে অ্যালবাম আসছে সেটা আমি আরো যত্ন নিয়ে করবো। আমার ভক্তরা যা চায় আমি তাই করবো। ভক্তরা আমার পাশে আছে।

অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা
  • ০১ জানুয়ারি ২০২৬
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ মহিউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে : জ…
  • ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার দেশ ও বিদেশের বার্ষিক আয় কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!