স্কুল-কলেজে যেতে আগ্রহীদের জন্য শিক্ষাব্যবস্থা চালু করুন: জিএম কাদের

গোলাম মোহাম্মদ কাদের
গোলাম মোহাম্মদ কাদের  © ফাইল ফটো

যারা স্কুল-কলেজে যেতে চায় তাদের জন্য শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেয়া উচিত।

আজ রবিবার (১ নভেম্বর) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

যারা পরীক্ষায় অংশ নিতে চায় তাদের পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে জিএম কাদের বলেন, যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে।

পড়ুন: নভেম্বরেই ক্লাস শুরুর পরিকল্পনা মাউশির

তিনি বলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যারা স্কুল-কলেজে যেতে চায়না তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাবে না। আবার যারা পরীক্ষায় অংশ নিতে অনিচ্ছুক তাদের জন্য অটো-পাশের ব্যবস্থা থাকতে হবে।

জিএম কাদের বলেন, যখন হাট-বাজার, অফিস-আদালত এবং গণ পরিবহণসহ সব কিছু খুলে দেয়া হয়েছে, তখন শুধু শিক্ষাব্যবস্থা বন্ধ করে রাখার কোন যুক্তি নেই। এভাবে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। জটিলতা সৃষ্টি হবে শিক্ষাব্যবস্থায়।


সর্বশেষ সংবাদ