লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০২:১৬ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২০, ০২:২২ PM
দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা৷ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তারা।
এতে শাহবাগের চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ থেকে সাইন্সল্যাব, বাংলামোটর ও মৎসভবন এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় শাহবাগে পুলিশের ২৫-৩০ জনের একটি টিমকে লাঠি-হেলমেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে৷
অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন৷
এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে নয় দফা দাবি জানানো হয়েছে। সেগুলো হলো- সারাদেশে অব্যাহত ধর্ষণ নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও ধর্ষণ নির্যাতন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করা, সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করা।
এছাড়াও হাইকোর্টের নির্দেশনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর ও নারীর প্রতি বৈষম্যমূলক আইন ও প্রথা বিলোপ করা, ধর্মীয় সহ সকল ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য অপরাধ হিসেবে গণ্য করা ও নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করা প্রভৃতি।
এর আগে গত ৫ অক্টোবর থেকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে নয় দফা দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা৷ এরপর ১৬ অক্টোবর ঢাকা থেকে লংমার্চ নিয়ে নোয়াখালীতে গিয়ে সমাবেশ করে আবার ১৭ অক্টোবর ঢাকা ফেরেন তারা৷