ডিআইজি আনোয়ার হোসেন © ফাইল ফটো
ধর্ষণবিরোধী লংমার্চে হামলার ঘটনায় অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকালে ঘটনাস্থল ফেনী শহরের দোয়েল চত্বর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
আনোয়ার হোসেন বলেন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালী অভিমুখী লংমার্চে ফেনীতে হামলার ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে লংমার্চ করে পুরাতন ট্রাংক রোড হয়ে নোয়াখালী অভিমুখে যাত্রাকালে শহরের নির্মাণ সুপার মার্কেটের সামনে হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি লাঠিপেটায় লংমার্চে অংশগ্রহণকারীরা প্রাণ বাঁচাতে ছুট দেন। হামলায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী নোবেল, আসমা আক্তার, ইমা, রাপিদা, দিপা ফাহমিদাসহ জোটের মোট ২০ নেতাকমী আহত হয়েছেন।
জোটের পক্ষ থেকে আরও বলা হয়, ফেনী ছাড়াও দাগনভূঞা উপজেলা সদরে সভার প্রস্ততিকালে স্থানীয়দের সমাবেশেও হামলার ঘটনা ঘটেছে। এসময়ও বাম ফ্রন্টের কমপক্ষে ১০ জন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছে।