শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে

  © ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ভার্চুয়াল প্ল্যাটফরম ব্যবহার করে দেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করা হবে।

এর আগে গত ১৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের এক ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্তম হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে দুই হাজার করে টাকা দেওয়া হবে বলে জানা গেছে। শোক দিবস পালনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালনে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, আগামী ১৫ আগস্ট সব সরকারি-বেসরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে এদিন সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল আয়োজন করবে। সংসদ টেলিভিশনে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ২৬টি বই সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংগ্রহ ও পাঠের ব্যবস্থা করা হবে এগুলো বিভিন্ন অনুষ্ঠানে ও প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে দেয়া হবে। শোক দিবস পালনে সব প্রাথমিক বিদ্যালয় পোস্টার বিতরণ করা হবে। এছাড়া এদিন বাদ জোহর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হবে।


সর্বশেষ সংবাদ