ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৮ জুলাই ২০২০, ০১:৩৯ PM

© প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের এক ছাত্রলীগ নেতাকে ধর্ষণ মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘বুধবার ভোরে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে শামীম রেজা আপন নামের ওই যুবককে তারা গ্রেপ্তার করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে আপনের বিরুদ্ধে মঙ্গলবার (৭ জুলাই) রাতে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।’

পরিদর্শক এমরান বলেন, আপন মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স শেষ করেছেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগে সভাপতি। এছাড়াও ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে, সেটি নয় মাস আগের। ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হচ্ছে।

মেয়েটির একজন আত্মীয় জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়, আপনও ওই এলাকায় থাকে। আমার নবম শ্রেণি পড়ুয়া কাজিনকে আপন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এতদিন বিয়ে করবে বলে আশ্বাস দিচ্ছিল। কিন্তু গতকাল এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। এ কারণে মামলা করতে বাধ্য হয়েছি।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬