শীতবস্ত্র বিতরণ করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) © সংগৃহীত
শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ নামক স্থানে স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় তারা জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে বিজিবি জানায়, বিতরণকৃত কম্বল প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে সহায়ক হবে। পাশাপাশি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। শীতবস্ত্র পেয়ে স্থানীয় জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। এছাড়া উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের জুনিয়র কর্মকর্তাসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা।