বুদ্ধিজীবীরা সবসময় আমাদের পথ দেখিয়েছেন: সাদিক কায়েম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থিরা বাংলাদেশে রাজনীতি করবে।
রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করি। তারা সব সময় আমাদের পথ দেখিয়েছেন। শহীদরা শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমরা সবসময় আপসহীন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। ২৪ এর মাধ্যমে দিল্লির আজাদি থেকে মুক্তি পেয়েছি।