শাহজালাল বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯ PM
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন/গতকালকের ছবি

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন/গতকালকের ছবি © সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রোববার এসব সরঞ্জাম খালাসের কথা থাকলেও তার আগেই অগ্নিকাণ্ডে সব নষ্ট হয়ে যায়। শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজের ভবনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ সাত ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে আমদানি পণ্যের অংশে থাকা বহু মূল্যবান সরঞ্জাম পুড়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা এসব বৈদ্যুতিক সরঞ্জামের খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে।

তিনি বলেন, ‘পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশনের এনওসি নিতে হয়। সেই অনুমতি পেতে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা যায়নি। আজ (রবিবার) খালাসের কথা ছিল, কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভানোর পরও ভবনের ভেতরে ধোঁয়া ও পানি জমে আছে। উদ্ধার ও পরিস্কারকাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬