ফণির তাণ্ডব যেন হলিউড সিনেমাকেও হার মানালো (ভিডিও)

০৪ মে ২০১৯, ০১:১১ PM
ফণির তাণ্ডব

ফণির তাণ্ডব

ঘূর্ণিঝড় ফণি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার পর উড়িষ্যা উপকূল অতিক্রম করে পশ্চিমবঙ্গে পার হয়ে বর্তমানে ঢাকা-ফরিদপুর দিয়ে যাচ্ছে। ভারতে এর তাণ্ডবে প্রথমে তিনজনের প্রাণ হারানোর খবর কৃর্তপক্ষ জানালেও পরে তারা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা অঞ্চলজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। পর্যটন এলাকা পুরী এবং আশেপাশের এলাকায় ২০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে।

ফনির এমন সব তাণ্ডবের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই সেসব ভিডিও ধারণ করে ফেসবুক, টুইটারে পোস্ট করে নেট জনতাকে সতর্ক করেছেন। সেসব ভিডিওর কোনটিতে বাড়ির দরজা কিংবা ঘরে চালা উড়ে নিয়ে দেখা গেছে। আছড়ে পড়ছে স্কুল বাস, ভেসে যাচ্ছে প্রাইভেট কার। কোন ভিডিওতে আবার বেশ কয়েকটি ভবনের ওপর মোবাইল টাওয়ার এবং ক্রেন ভেঙে পড়তেও দেখা গেছে। রাস্তার মানুষকে এদিক সেদিক ছোটাছুটি করতেও দেখা গেছে।

বিবিসি বলছে, অনেকগুলো এলাকা থেকে বন্যার খবর আসছে, সেই সাথে গাছ উপড়ে পড়ার এবং কোথাও কোথাও ভবনের ছাদ ধসে পড়ার খবর রয়েছে। উড়িষ্যা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল, আশেপাশের অনেক রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বিশাখাপত্মম এবং চেন্নাইতে দুটো জাহাজ ডুবুরি-দল এবং চিকিৰসকদের নিয়ে প্রস্তুত রাখা হয়েছে রয়েছে। আশিটির ওপরে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বহু বিমান ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। স্কুল এবং সরকারি সকল কার্যালয় বন্ধ রয়েছে । পূর্ব-উপকূলীয় এলাকার তিনটি বন্দরের কার্যক্রমই বন্ধ রাখা হয়েছে। আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গেছে, গতকাল পরিস্থিতি খারাপ থাকলেও আজ অনেকটাই স্বাভাবিক। সকাল ৯টা বাজতেই ছন্দে ফিরেছে কলকাতা। স্বাভাবিক মহানগরের পরিস্থিতি। বেলা বাড়তেই মেঘ কেটে রোদের ঝিলিক মহানগরে। স্বাভাবিক হয়েছে জনজীবন।

ঢাকা-ফরিদপুরে ফণি: আজ শনিবার বেলা সোয়া এগারটায় ঢাকা আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঝড়টি এ মূহুর্তে ফরিদপুর-ঢাকা অঞ্চলে আছে এবং গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ হয়ে সিলেট অঞ্চল দিয়ে বেরিয়ে যাবে এটি। তিনি জানান ধীর গতিতে এগুনোর কারণে ঢাকা অঞ্চল পাড়ি দিতে দুর্বল হয়ে পড়া ঝড়টির কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে ঝড়ের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টি বা ঝড় বৃষ্টি অব্যাহত আছে।

এর আগে ভোরে বাংলাদেশের সীমানায় ঝড়টি প্রবেশের পর ঢাকা আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ মল্লিক বলেন, ফণী এখন আর অতি প্রবল ঘূর্ণিঝড় নেই। তিনি বলেন, ‘এটি ভোর ছয়টা ঘূর্ণিঝড় আকারে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করেছে। ধীরে ধীরে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে দেশের প্রায় সর্বত্র আকাশ মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন স্থানে ধমকা হওয়া সহ ঝড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হচ্ছে।’

কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9