বিএনপি থেকে এমপি হওয়ার প্রস্তাব পাচ্ছেন মেঘনা আলম?

মেঘনা আলম
মেঘনা আলম  © সংগৃহীত

আলোচিত মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ-২০২০’ বিজয়ী মেঘনা আলম দাবি করেছেন, বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

মেঘনা লিখেছেন, যারা আমাকে বিএনপির এমপি হিসেবে দেখতে চান, তারা হাত তুলুন। এসময় তিনি দাবি করেন, 'গণঅভ্যুত্থানের পর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আমাকে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেন, আমি কি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নেব? এই প্রস্তাব নিয়ে আমি Essa’র সঙ্গেও আলোচনা করি।' তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মেঘনা আরও লেখেন, 'রাজনীতিতে ক্ষমতা আজ আছে, কাল নেই। কিন্তু ‘মিস বাংলাদেশ’-এর লিগ্যাসি ১০০ বছর পরও থাকবে। তবুও এখন নতুন করে ভাবার সময় এসেছে।'

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ঢাকার বসুন্ধরার বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মেঘনা আলমকে আটক করে। আটক হওয়ার মুহূর্তে তিনি ফেসবুক লাইভে এসে জানান, দরজার বাইরে পুলিশ পরিচয়ধারীরা অবস্থান করছে। প্রায় ১২ মিনিট ধরে চলা ওই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে তার প্রোফাইল থেকেও মুছে ফেলা হয়। পরে তাকে আদালতে হাজির করলে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

মেঘনা আলম ভিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ব্রাজিলের সাও পাওলো থেকে রাজনৈতিক শিক্ষক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন।

 


সর্বশেষ সংবাদ