পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ © সংগৃহীত
আগামীকাল রোববার রক্তলাল হয়ে উঠবে চাঁদ। এদিন আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন দেখা যাবে। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে এটি। যা দেখার সৌভাগ্য হবে বাংলাদেশীদেরও।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, আগামীকাল রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন দেখার জন্য সবাই রেডি তো? শুরু রাত ৯:২৮টা! শেষ রাত ২:৫৫টায়। পূর্ণগ্রাস গ্রহণ শুরু রাত ১১:৩০ ও শেষ রাত ১২:৫২।
জানা গেছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।