জন্মাষ্টমীর শোভাযাত্রায় ‘চিন্ময় দাসের মুক্তি চাই’ স্লোগান, ৬ তরুণ আটক

 ‘চিন্ময় দাসের মুক্তি চাই’ স্লোগান, ৬ তরুণ আটক
‘চিন্ময় দাসের মুক্তি চাই’ স্লোগান, ৬ তরুণ আটক  © টিডিসি

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ভক্তিমন্ত্রের আবহে হঠাৎই ভেসে আসে রাজনৈতিক স্লোগান— ‘চিন্ময় দাসের মুক্তি চাই!’। মুহূর্তেই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী এবং কয়েক মিনিটের মধ্যে ছয় তরুণকে আটক করে পুলিশ। শনিবার দুপুর ১২টায় নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর শোভাযাত্রা লালদীঘি পাড়, নিউ মার্কেট ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। তবে ধর্মীয় আবহের মধ্যেই এই ভিন্ন স্লোগান পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, ‘শোভাযাত্রা চলাকালীন ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চিন্ময় দাসের মুক্তির দাবি লেখা প্ল্যাকার্ডও উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন, “উদ্‌যাপন পরিষদ আগেই পুলিশকে সতর্ক থাকতে বলেছিল, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। তাই পুলিশ প্রস্তুত অবস্থায় ছিল।’

অন্যদিকে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, ‘হেফাজতের বিষয়ে আমরা কিছুই জানতাম না। খোঁজখবর নিচ্ছি।’

শোভাযাত্রায় দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক জানান, ‘আমরা দেখেছি কয়েকজন তরুণ ভিড়ের মধ্যে হঠাৎই চিন্ময় দাসের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল। এরপরই পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়।’

উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সময় সময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।


সর্বশেষ সংবাদ