নুসরাতের ভাইকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল ২০১৯, ০৭:০৬ PM
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের পরিবার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের পরিবার। © সংগৃহীত

ফেনীতে নিহত মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমান এনআরবি গ্লোবাল ব্যাংকে ট্রেইনিং অফিসার পদে নিয়োগ পেয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের ভাইয়ের হাতে এ নিয়োগপত্র তুলে দেয়া হয়।

এর আগে সকালে নুসরাতের বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তার দুই ভাইসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করতে তার কার্যালয়ে যান। এ সময় প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতকারীর কেউই আইনের হাত থেকে কোনোভাবে রেহাই পাবে না। ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগীতার বিষয়ে নিহত নুসরাতের পরিবারকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

আরো দেখুন: মঞ্চ নাট্য অভিনেতা যখন সফল বিসিএস ক্যাডার

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা কয়েকজন ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬