গোপালগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

০৫ আগস্ট ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি © টিডিসি

নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, বিজয় র‌্যালি, গণমিছিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

এরপর একযোগে সদর উপজেলা কাঠি ইউনিয়নের জিল্লুর শেখ, কোটালীপাড়া উপজেলার শোয়া গ্রামের রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারাপুর গ্রামের বাবু মোল্লা, ছোট বনগ্রাম গ্রামের আরাফাত মুন্সি, গোপ্তারগাতী গ্রামের মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সব জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় আন্দোলনে গোপালগঞ্জের ৭ জন জুলাই যোদ্ধা শহীদ হন ও ৪২ জন আহত হন। আজকের দিনে আমরা সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ৭জন শহীদের নামাঙ্কৃত বৃক্ষ রোপন করা হয়েছে।’

এদিকে, গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুথ্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে জেলা শহরের সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর পার্কে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ অনেকে বক্তব্য দেন। 

অপর দিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে গণ মিছিল করেছে জামায়েত ইসলামী। দুপুরে জেলা জামায়েত ইমলামীর উদ্যোগে জেলা শহরের স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি গণ মিছিল বের করে জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী জেলা শাথার আমির রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী আব্দুল হামিদ, সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকোট আজমল হুসাইন শিকদার এবং নায়েবে আমির আব্দুল আহাদ মোল্লা বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, আজকের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবী জানান তিনি।

জামায়াতে ইসলামী জেলা শাথার আমির রেজাউল করিম বলেন, কোন দেশ প্রেমিক দেশ ছেড়ে পালাতে পারে না। এই দিনে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে, নেতাকর্মীদের হত্যা করে জামায়াতকে রুখতে চেয়েছিলো। নদীর স্রোতকে যেমন বাধা দেয়া যায় না জামায়াত ইসলামীকেও বাধা দেয়া যায়। এই গোপালগঞ্জে জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
সমঝোতা হচ্ছে না ১১ দলীয় জোটে, ৪ কারণে বিপাকে জামায়াত
  • ১৪ জানুয়ারি ২০২৬
এক সপ্তাহের ব্যবধানে দুদফায় টানা ৩ দিন ছুটি পাচ্ছেন চাকরিজী…
  • ১৪ জানুয়ারি ২০২৬
অধ্যাদেশ জারির দাবিতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সেতু না থাকায় নদী পারাপারে চরম দুর্ভোগে টুমচরবাসী
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9