১০ দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

১০ দফা দাবিতে আধাবেলা ধর্মঘট
১০ দফা দাবিতে আধাবেলা ধর্মঘট  © সংগৃহীত

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে। যা চলবে বেলা ২টা পর্যন্ত।

এ সময় জেলার পেট্রোল পাম্প বন্ধ, একইসঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন যাওয়ার হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

এতে স্থবির হয়ে পড়েছে ঢাকাসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। আর ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। তাদের অভিযোগ, হঠাৎ করে এমন ধর্মঘট করায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই তেল নিতে না পেরে হাসপাতাল, পরীক্ষা কেন্দ্রসহ অফিসে যেতে পারছেন না।

পেট্রোল পাম্পের স্টেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা গণমাধ্যমকে বলছেন, পূর্ব ঘোষণা দিয়েই তারা আধাবেলা ধর্মঘট পালন করছেন।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছেন পেট্রোল পাম্পের মালিকরা।

পেট্রোল পাম্প মালিকদের দাবির মধ্যে রয়েছে—

* জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করা ও সড়ক জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের অবস্থানে বহাল রাখা
* পাম্প সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা
* বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি এবং নিবন্ধন প্রথা বাতিল
* পরিবেশ অধিদপ্তর, বিইআরসি, কলকারখানা পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল
* বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ
* ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুতে জটিলতা দূর করা, সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট প্রদান
* অননুমোদিতভাবে ঘর বা খোলা স্থানে তেল বিক্রয় বন্ধ করা

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক পরিচালক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘট পালন করছেন। তবে যতারনা যে ১০টা দাবি জানিয়েছেন, এটা শুধু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দায়িত্ব নয়। এর সঙ্গে অনেক প্রতিষ্ঠান জড়িত থাকায় এ নিয়ে জ্বালানি সচিব মহোদয়ের নেতৃত্বে কমিটি করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে পেট্রোল পাম্পের মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


সর্বশেষ সংবাদ