রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবে না: সারজিস

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রাষ্ট্রকে সকল ধর্ম ধারণ করতে হয়। নিজের বিশ্বাস, রীতি-নীতি এবং প্রথা কেও আরেকজনের ওপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে চলবে না। আজ শনিবার (৮ মার্চ) রাজধানীর শাহবাগে নারী নিরাপত্তা দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, জুলাই আন্দোলনে রাজপথে আমাদের যেসব বোনেরা সামনে থেকে লড়াই করেছে তখন তাদের কেও কথা বলতে পারে নি বরং বিভিন্ন জায়গা থেকে সমর্থন দেওয়া হয়েছে। সেই বোনেরাই যখন রাজনীতির মাঠে আসতে চাইলো তখন তাদের টার্গেট করা হচ্ছে। তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। 

তিনি আরও বলেন, আমাদের এ বোনেরা বাংলাদেশের অর্ধেক নারী। প্রয়োজনে আমি তাদের ব্যবহার করবো আবার যখন মনে করবো তখন তাদের নিয়ে অপপ্রচার চালাবো এমন কখনও যেন না হয়। এই অভ্যুত্থানে আমাদের বোনেদের হাসিনা বিরোধী লড়াইয়ে যেমন সামনের সারিতে পেয়েছি, আগামীর রাজনীতিতে পলিসি মেকিংয়ে সামনের সারিতে চাই। 

অন্তর্বতী সরকারকে তিনি বলেন, দেশের প্রত্যেকটি জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনপরিসরে আমাদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত বিশ্বাস কেও যেন নারীদের ওপর চাপিয়ে দিতে না পারে।    

এসময় জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুম, মনিরা শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।     


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence