সাতক্ষীরায় উপকূল রক্ষা বাঁধের কাজ ঝুলে আছে, ঠিকাদারকে জরিমানা
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সংস্কারকাজ এখনো শুরুই হয়নি। যদিও প্রকল্পের নির্ধারিত মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকার কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। কাজের ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আসন্ন বর্ষা মৌসুমের মধ্যে অধিকাংশ কাজ শেষ করার নির্দেশ দেয় প্রশাসন।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, সময়মতো কাজ শেষ না হলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা ও নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাবে। তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
পাউবো-১-এর শ্যামনগর পওর উপবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ২০২২ সালে প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়, যেটি ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়দের দাবি, দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প এলাকায় বালুভর্তি জিওব্যাগ প্লেসিং করেই কার্যত উধাও হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি ডকইয়ার্ড লিমিটেড। ফলে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: মাতৃত্বকালীন ছুটি ছয় মাসের আইনসহ ১৫ দাবি
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কাজের ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ২০ লাখ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের মধ্যে অধিকাংশ কাজ শেষ করার নির্দেশনা দেয় ইউএনও।
এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন বর্ষার আগে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা যায়।
পানি উন্নয়ন বোর্ড-১-এর শ্যামনগর পওর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার জানান, ডিজাইন তৈরি করে দ্রুত ঢাকায় প্রস্তাবনা পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় মাটির পরিমাপ সংগ্রহ করে মাটির কাজ শুরু হবে।