রোহিঙ্গাদের খাদ্যসহায়তা অর্ধেকের বেশি কমিয়ে দিল জাতিসংঘ
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
আগামী এপ্রিল থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। গতকাল বুধবার (৫ মার্চ) সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে বাংলাদেশকে এ কথা জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ডব্লিউএফপি গত মঙ্গলবার মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল। রেশন কমানোর বিষয়টি নিশ্চিত করে (বুধবার) সংস্থাটি চিঠি দিয়েছে। ফলে আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবে রেশন হিসেবে।
তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে বলে জানান মিজানুর রহমান।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০ শতাংশের জোগান আসত যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
তবে গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন। এতে ডব্লিউএফপি তহবিল-সংকটে পড়েছে।
এদিকে কক্সবাজারের স্থানীয়রা বলছে, রোহিঙ্গাদের তহবিল কমলে এর নেতিবাচক প্রভাব পড়বে কক্সবাজারে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের ওপর। কারণ রোহিঙ্গারা অর্থিক ঘাটতি পূরণের জন্য জড়িয়ে পরবে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপে; যা কক্সবাজার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে।