পুরস্কারপ্রাপ্ত চাষির ফলের বাগানের কেটে সাবাড়, শাস্তির দাবিতে মানববন্ধন

০৩ মার্চ ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ PM
এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

ঠাকুরগাঁওয়ে জমি লিজের চুক্তির মেয়াদ শেষ না হওয়া সত্ত্বেও কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মইনুল ইসলাম পারভেজের ফলের বাগান কেটে ধ্বংস করা অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পারভেজের। এ ঘটনার প্রতিবাদে জমির মালিক আখতারুজ্জামান খোকনের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন উদ্যোক্তা, তরুণ ও স্থানীয় লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর শহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ। তিনি জাতীয় পর্যায়ে সেরা ফলচাষি হিসেবে পুরস্কৃত হন। তিনি আমাদের জেলার গর্ব। লিজের কাগজপত্র অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করার অনুমতি ছিল। কিন্তু জমির মালিক আখতারুজ্জামান তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বাগানটি ধ্বংস করে দেন।

বক্তারা আরও দাবি করেন, ‘পারভেজের স্বপ্ন ভেঙে দেওয়া এবং তার কঠোর পরিশ্রমের ফলের বাগানের গাছ কেটে ফেলার ঘটনা দুর্ভাগ্যজনক। এ ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই।’

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের সন্ধান পাওয়া গেল ফ্লোরিডায়

অশ্রুভেজা চোখে ভুক্তভোগী পারভেজ বলেন, ‘সদর উপজেলার চিলারং এলাকার বুড়িবাধ ব্যারেজ-সংলগ্ন আখতারুজ্জামান খোকনের কাছ থেকে দুই একর জমি লিজ নিয়ে আমি পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ শুরু করি। ছয় বছর ফল চাষের সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে জমির মালিক নানা অজুহাত দেখিয়ে আমাকে হয়রানি করতে শুরু করেন।অতিরিক্ত অর্থ দাবির পাশাপাশি বিভিন্ন অযৌক্তিক অভিযোগ তুলতেন তিনি। এরপর ৩০ জানুয়ারি আমার বাগানে তার নেতৃত্বে আক্রমণ চালিয়ে সব গাছ কেটে ফেলা হয়। তার এ কর্মকাণ্ডে আমি হতাশ এবং আইনগত শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে জমির মালিক আখতারুজ্জামান খোকনের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9