ফেব্রুয়ারিতে ধর্ষণ ৪৮, দলবদ্ধ ধর্ষণ ১১, নারী নির্যাতনের ঘটনা ১৮৯: মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ  © লোগো

ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৮৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন। ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রবিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানিয়েছেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এর মধ্যে ৬ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী। পাঁচজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে তিনজন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৫ জন। গৃহকর্মী নির্যাতনের তিনটি ঘটনা ঘটেছে। দুইজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছে।

এ ছাড়াও একজন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছে। সেইসঙ্গে তিনজন কন্যাসহ তিনজন নারী মোট ৬ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence